বুধবার (২০ নবেম্বর) ভোলা পৌর ছাত্রদলের রাকিবের অকাল মৃত্যুতে দূঃখপ্রকাশ করে গভীর শোক প্রকাশ করে ভোলা জেলা জাতীয় যুব সংহতির পক্ষে একটি লিখিত শোকবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন রাকিব। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন জেলা যুবসংহতি’সহ জেলা বিজেপির সকল নেতৃবৃন্দরা। এছারাও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিজেপির ভোলা পৌর শাখার নেতাকর্মীরা।
উল্লেখ্য, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো: আশিকুল ইসলাম রাকিব। পরে আজ বুধবার ২০ নবেম্বর সকালে ভোলায় তার নিজ বাড়িতে সকাল ১০ টায় জানাজা সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
You cannot copy content of this page