ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলায় এক বৃদ্ধকে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পৌর ৩ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে তুষার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিঞা এই তথ্য নিশ্চিত করেন। নুরুল ইসলাম ওই ওয়ার্ডের মৃত আবুল কালাম এর ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। অভিযুক্ত তুষার একই ওয়ার্ডের বাসিন্দা। তিনি গোয়েন্দা (ডিবি) পুলিশের সোর্স হিসেবে কাজ করেন বলে জানা গেছে। এছাড়াও এলাকায় তাকে পুলিশের সোর্স তুষার নামে চেনে।
নিহতের পরিবার জানান, নুরুল ইসলাম স্থানীয় কমিশনার সোবহান মিয়ার একটি মাছের ঘেরে কাজ করতেন। প্রায়ই অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই ঘের থেকে আম, কাঁঠাল ও নারিকেলসহ অন্যান্য ফলফলাদি চুরি করে নিয়ে যেত। শনিবার দুপুরে তুষার, আমজাদ ও বাশারের ছেলে-মেয়েরা একত্রিত হয়ে ওই ঘেরের একটি গাছ থেকে নারিকেল পেড়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় নুরুল ইসলাম দেখতে পেয়ে তাদেরকে চড়থাপ্পড় মেরে শাসন করেন। এরপর সন্ধ্যায় ইফতার করে বাজার থেকে বাড়ি ফেরার পথে তুষার তার পথ গতিরোধ করে তাকে দেশীয় চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। এরপরে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। রোববার (৩১ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন তিনি মারা যান। ঘটনার পর থেকে তুষার ও আজাদের পরিবার ঘরে তালা মেরে পলাতক রয়েছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, নিহতের লাশ এখনও ভোলায় এসে পৌঁছায়নি। সন্ধ্যার দিকে লাশ ভোলায় এসে পৌঁছার কথা। লাশ ভোলায় আসার পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। এছাড়াও অভিযুক্তরা ঘটনার পর থেকে পালিয়ে আছে। পুলিশ তাদেরকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।
sue- DM24
You cannot copy content of this page