আশিকুর রহমান শান্ত।।
জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। দেশ গড়ার শপথ নিন গণধিকার পরিষদে যোগ দিন এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গন অধিকার পরিষদের সহযোগী সংগঠন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ফখরুল ইসলামের নেতৃত্বে ভোলার বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে ফখরুল ইসলামের নেতৃত্বে ভোলা যুব অধিকারে পরিষদের শতাধিক নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ণ সড়ক, দোকান ও মার্কেট এবং শপিং কমপ্লেক্স গুলোতে সদস্য সংগ্রহের এ লিফলেট বিতরণ করেন। এর আগে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলামের ভোলায় আগমন উপলক্ষে গণধিকার পরিষদ ভোলা শাখা ও এর সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের উষ্ণ সংবর্ধনা জানান।
লিফলেট বিতরণ কার্যক্রমে উৎসব মুখর পরিবেশে শতাধিক নেতাকর্মী যোগ দেন। এ সময় গণঅধিকার পরিষদের গঠনপ্রণালী ও আগামীর নতুন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়। লিফলেট বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ বনি আমিন, ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রানা, গনঅধিকার পরিষদ ভোলা সদর উপজেলার সাবেক আহ্বায়ক মোঃ হাসান মাহমুদ, গণধিকার পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ফিরোজ আহমেদ, গণধিকার পরিষদ এর যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ বিন প্রিন্স সহ প্রমুখ
এসময় নেতারা বলেন, গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকার বাস্তবায়ন করা পরিষদ। আমাদের প্রিয় জেলা সহ পুরো বাংলাদেশ কে পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চায়। সকল শ্রেণীর মানুষ আমাদের ট্রাকে ভ্রমণ করতে পারবে। সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা তৃণমূলে রাজনীতি করি সকল মানুষের জন্য, সর্বশ্রেণী পেশার মানুষের জন্য। আমাদের আদর্শ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলাতে রূপান্তরিত করা।
You cannot copy content of this page