ওমর ফারুক || ভোলার লালমোহনে ঘরের চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকালে শিশুটি মারা যায়। এতে পরিবারের সবাই বুকফাঁটা আর্তনাদ করছেন।
নিহত সামিয়া (১০) লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, শনিবার দুপুরে শিশু সামিয়া খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঘুমিয়েছিল। এ সময় হঠাৎ তার শরীরের ওপর চলন্ত সিলিং ফ্যান খসে পরে। স্বজনরা তাৎক্ষনিক শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রোববার সকালে শিশুটিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page