বিশেষ প্রতিনিধি।।
ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ের থেকে ২৬ মন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নবেম্বর) সকালে অভিযান পরিচালনা করে এ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার এবং নিষিদ্ধ পলিথিন আমদানী কারক প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া বলেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন এসেছে। এমন তথ্যের ভিত্তিতে ভোলা জেলা প্রশাসন, কোস্টগার্ড দক্ষিণ জোন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভূঞা।
এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহন করার অপরাধে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার রিপন কুমার বিশ্বাস (৫২) কে নগদ ১ লক্ষ টাকা অর্থদন্ড ও পলিথিন আমদানী কারক ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের অসাধু ব্যবসায়ী ও মেসার্স বনফুল বেকারীর মালিক মোঃ ইব্রাহীমকে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
You cannot copy content of this page