নিজাম উদ্দিন দিপু।।
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ২জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে ভোলা জেলার সদর উপজেলার চর রাসেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অস্ত্র সহ তাদের গ্রেপ্তার করে বলে জানা যায়।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ভোলা কোস্টগার্ডের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদীর বিভিন্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোঃ মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ ও জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল এবং বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলাধীন চর রাসেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ রাসেল বাহিনীর ডাকাত মোঃ মোফাজ্জল (৫৫) এবং আব্দুল বাতেনকে (৬৫) কে ১টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৬ টি দেশীয় অস্ত্র (রামদা) ও ১টি মোবাইলসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা লক্ষীপুর জেলার সদর উপজেলার মজুচৌধুরী হাট ও মধ্যের চর-রমনীর বাসিন্দা মৃত ছয়াল এবং আব্দুল করিম এর ছেলে। পরে গ্রেপ্তারকৃত ডাকাতদের ও জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
You cannot copy content of this page