নিজস্ব প্রতিবেদক ||
বরিশাল বিভাগের ভোলা জেলায় মোট ২১৪১৬ জন শিক্ষার্থীর মধ্যে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪১ হাজার ৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মাধ্যমিকে ১৩৮৩০ জন, মাদ্রাসা থেকে ৬২৩২ জন এবং কারিগরি থেকে ৯৮২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেয়নি ৩৭২ জন শিক্ষার্থী। তার মধ্যে রয়েছে মাধ্যমিকের ১৬৬, মাদ্রাসার ১৭৭, ও কারিগরির ২৯ জন। জেলার ৭টি উপজেলার মোট ৪৯ টি কেন্দ্রে মাধ্যমিক ও সমমানের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ টি, মাদ্রাসার ১৫টি ও কারিগরির ৮টি কেন্দ্রে এ পরীক্ষা হয়েছে।
ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বীপক কেন্ডি হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকেই কেন্দ্রে কেন্দ্র শিক্ষার্থীরা উপস্থিত হতে দেখা গেছে। তবে কেন্দ্রের বাহিরে অভিভাবকদের উপচে পড়া ভীড় ছিল। এছাড়া ১ম দিনের পরীক্ষায় জেলার কোথায়ও কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি এবং অপ্রিতিকর কোনো ঘটনার খবরও পাওয়া যায়নি।
এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন, সম্পূর্ণ নকল মুক্ত ও সুন্দর পরিবেশে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষা নিয়ে একাধিক মিটিং করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীসহ যেই হোক কোনো অপ্রিতিকর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোনো অনিয়ম সহ্য করা হবেনা। তিনি বলেন, আমি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো বহিস্কার বা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি। আগামী পরীক্ষাগুলোতেও এমন পরিবেশ থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
You cannot copy content of this page