ভোলা জার্নাল রিপোর্ট।। 

ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোলা শহরের দি প্যাপিলন কনভেনশন সেন্টারে ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সভায় ২৭ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এ কমিটিতে রাইসুল আলমকে সভাপতি, তরিকুল ইসলাম কায়েদকে সাধারণ সম্পাদক ও মরিুজ্জামান কবিরকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়। আগামী ৩ বছর এ কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানাযায়।

ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির উপদেষ্ট হিসেবে মনোনিত করা হয়েছে মোশারেফ হোসেন দুলাল (মিতা ব্রিকস)। সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছে রাইসুল আলম (জনতা ব্রিকস), সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন আল এমরান খোকন (মেঘনা ব্রিকস, বোরহানউদ্দিন), সহ-সভাপতি আব্দুল কাদের খোকন গোলদার (সোনালী ব্রিককস), আইয়ুব আলী আবু (মুকুল ব্রিকস), মনিরুল ইসলাম মামুন (শামীমা ব্রিকস, চরফ্যাশন), ছাদেক মিয়া ঝান্টু (আকিম ব্রিকস, লালমোহন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান (জাহিদ ব্রিকস), মোঃ নোমান হোসেন (রংধনু ব্রিকস, দৌলতখান), ওমর ফারুক বাবুল (আলী ব্রিকস, চরফ্যাশন), মোঃ কামাল গোলদার (মোহনা ব্রিকস, চরফ্যাশন), সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির (পদ্মা ব্রিকস, বোরহানউদ্দিন), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন (তুলি ব্রিকস, তজুমদ্দিন), দপ্তর সম্পাদক বাহালুল ইসলাম (আফিয়া ব্রিকস), কোষাধ্যক্ষ মোঃ আজিজুর রহমান মিনহাজ (রহমান ব্রিকস)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, মোঃ হেলাল উদ্দিন (একতা ব্রিকস), মনজুরুল আলম সায়েম (মাইশা ব্রিকস, চরফ্যাশন), আবুল কালাম খাঁন (খান ব্রিকস), নুরুল ইসলাম (রুপালি ব্রিকস), জসিম হাওলাদার (এসএনএস ব্রিকস, বোরহানউদ্দিন), রিয়াদ শিকদার (পদ্মা ব্রিকস, চরফ্যাশন), মেহেদি হাসান (মালা ব্রিকস, বোরহানউদ্দিন), সাইদুর রহমান বাবু (রুপসা ব্রিকস, দৌলতখান), মাইনুউদ্দিন (মাহি ব্রিকস, লালমোহন), আমির হোসেন (মায়ের দোয়া ব্রিকস) ও শহিদুল ইসলাম (মিতালি ব্রিকস।