আরিয়ান আরিফ||
নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই তফসিলকে একতরফা দাবি করে প্রত্যাখান করেছে বিএনপি-জামায়তসহ সমমনা বিরোধী দলগুলো। আগামীকাল রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে দুদিনের হরতালের ডাক দিয়েছে দলটি। রাজনৈতিক এই কর্মসূচির সমর্থনে ভোলায় মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ভোলা শহরের মহাজপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বরিশাল দলান হয়ে আবারো মিছিলটি একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, বশির হাওলাদার,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুবদলনেতা বিল্লাল হোসেন, যুবদলে নেতা মোশাররফ হোসেন বাহার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনসহ বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত সমাবেশে বর্তমান সরকারের সমালোচনা করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়। এসময় বক্তারা রাজপথে অবস্থান করে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা করেন।
You cannot copy content of this page