রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে ভোলা একটি বীরের জেলা- সারজিস আলম ভোলায় ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় মুসুল্লিদের পুরস্কৃত করলেন কমিটি ভোলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটকের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি কোস্টগার্ডের বিরুদ্ধে ভোলায় রাতের আধাঁরে বেড়িবাঁধের শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ জনবল সংকটে ভোলা সদর হাসপাতাল; ১০০ শয্যার জনবল দিয়ে চলছে ২৫০ শয্যার কার্যক্রম, ব্যাহত চিকিৎসা সেবা ভোলার ধনিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শৈত্য প্রবাহে কাঁপছে ভোলা, ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত রোগ ভোলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চরফ্যাশনে পরিত্যাক্ত নসিমন থেকে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ

ভোলায় অবরোধ কর্মসূচি সফল করতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

আশিকুর রহমান শান্তঃ 

বর্তমান সরকারের পদ থেকে দাবিতে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি সফল করতে ভোলা জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ শহরের প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, ভোলা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মোঃ আল আমিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, পৌর বিএনপির প্রচার সস্পাদক আসাদ খোকন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী নাজিম উদ্দীন নিক্সন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি অজিউল্লাহ সুমন, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, জেলা কৃষকদলের প্রচার সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পলাশ, জি এম মাসুম, রিয়াদ হাওলাদার, ইসমাঈল হোসেন, জেলা ছাত্রদল নেতা জিএম সানাউল্লাহ সহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিল শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় নেতারা বলেন, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্ণিতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা,গ্রেফতার, অবৈধ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবীতে- ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধ সফল করতে দেশের সাধারণ জনগণ ও নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিএনপির নেতৃবৃন্দরা আরো বলেন, কোনো বাধা মামলা হামলা করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। সব বাধা উপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর সহ বন্দি নেতাকর্মীদের মুক্ত করে আনা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page