ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলায় চাকরি স্থায়ী করনে বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা।
একই দাবিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। সোমবার বেলা ১১টার দিকে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজারস্থ ওজোপাডিকো (পাওয়ার হাউস) কার্যালয় চত্বরে তারা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচি শেষে নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন শ্রমিকরা।
স্মারকলিপি দেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তাদের অনেক কর্মীর বেতন মাসে ৩ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো সম্ভব না। আমাদের এই মজুরি পুননির্ধারণ করতে হবে। একইসঙ্গে আমাদের মধ্য থেকে যোগ্যদের নিয়োগের মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে। যারা দীর্ঘদিন ধরে একই পদে থেকে মানবেতর জীবনযাপন করছে তাদের চাকরি স্থায়ী করতে হবে বলে দাবি জানান তারা।
এই বিষয়ে ভোলা বিদ্যুৎ সরবরাহ নির্বাহী কর্মকর্তা ইউসুফ জানান, পিচরেট ও লাইন সাহায্যকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবী জানিয়ে যে স্মারক লিপি জমা দিয়েছেন সেটা আমরা গ্রহণ করেছি। এছাড়াও তার কাছে কর্ম বিরতির প্রভাব জানতে চাইলে তিনি জানান, পিচরেটে লাইন সাহায্যকারী এ সকল কর্মচারীরা ভোলা বিদ্যুৎ সরবরাহ অফিসের কোন স্থায়ী কর্মচারী নয় তাই তারা কর্ম বিরতিতে থাকলে গ্রাহক সেবায় তেমন কোন প্রভাব পড়বে না এবং যদি কর্মবিরতি দীর্ঘস্থায়ী হয় তাহলে তারা বিকল্প ব্যবস্থা নিবেন বলে জানান।
এসময় অন্যন্যদের মধ্যে পিচরেট কল্যাণ সমিতির সভাপতি হারুন জমাদ্দার, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ, সহ-সভাপতি মো. ফারুক মাল, মো. ফিরোজ, মাকসুদুর রহমান, মো. বায়েজিদ, সহ-সম্পাদক মো. হাসানুরুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শিশির কুমার মজুমদার, মো. আল আমিন বাহার, মো. রবিন, মো. আল আমিন, মো. বায়েজিদ, কোষাধ্যক্ষ মো. আরিফ, দপ্তর সম্পাদক মো. সজিব, দপ্তর সম্পাদক মোসাম্মদ সেফা, শিবু দাস, অন্তর চন্দ্র গৌরামী ও ভাস্কর দে সহ প্রমুখ।
You cannot copy content of this page