ভোলা জার্নাল রিপোর্ট||
ভোলায় বৈদ্যুতিক সর্টসার্কিটে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ মে) দুপুর ১২টার দিকে বাংলা স্কুল মোড় পেড়িয়ে নবারুণ সেন্টার সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী সালাম ইলেকট্রিক এর মালিক শহিদুল ইসলাম রানা। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকাল ১০ টায় দোকান খুলে বেচাকেনা শুরু করেন ব্যবসায়ীরা। পরে দুপুর পৌনে ১২ টার দিকে বিদ্যুতের তার থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতক্ষণে ০২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভুস্মিভূত হয়ে যায়।
ভোলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফারুক আহম্মেদ অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, দুপুর ১২ টার দিকে জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে দুই ঘণ্টা সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডে মূল কারন সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি।
You cannot copy content of this page