ভোলা জার্নাল ডেস্ক রিপোর্ট ||
দেশের সবচেয়ে ছোট জেলা দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত পার হয়ে ভারতে চলে যায় তিনটি ছাগল। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ছাগল তিনটি দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৩ই ফেব্রয়ারি) দুপুরে হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূণ্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ ও বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেন। পরে স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের কাছে বিজিবির সদস্যরা ছাগলগুলো হস্তান্তর করেন। ছাগল তিনটির মালিক বাংলাদেশের চায়না বেগম। তিনি ধরন্দা এলাকার বাসিন্দা। ছাগল তিনটি হাতে পেয়ে তিনি বলেন, গতকাল খাবার খেতে তিনটি ছাগল বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি জানাই। তারা আজকে আমার ছাগলগুলো ফিরিয়ে এনে দিয়েছে। ছাগলগুলো পেয়ে আমি অনেক খুশি।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, এক নারীর তিনটি ছাগল ভারতে চলে গিয়েছিল। সেগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে রাখে। আজ মঙ্গলবার তাদের সাথে যোগাযোগ করে ছাগলগুলো ফিরিয়ে আনা হয় এবং স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগলগুলো পরিবারটির কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
Sue- D/Sonlinenews
You cannot copy content of this page