ভোলা জার্নাল ডেস্ক||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
নৈশভোজে অংশ নিতে বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটায় গুলশানে বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড সহ প্রমুখ।
এছারা বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নিয়েছেন – দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলালসহ অন্যন্য অর্ধশতাধিক নেতা।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান গণমাধ্যমকে।
Sue-D/T/24/BJ
You cannot copy content of this page