নিজস্ব প্রতিবেদক ||
ভোলা জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩ ) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান এর সভাপতিত্বে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) -২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, ডাঃ কে এম শফিকুজ্জামান – সিভিল সার্জন, ভোলা।
এছারাও রিপন কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভোলা, রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা ক্রিড়া সংস্থার সদস্যবৃন্দ সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page