ভোলা জার্নাল ডেস্ক রিপোর্ট ||
প্রশাসনে একজন অতিরিক্ত সচিব ও তিন যুগ্ম সচিবের দপ্তর বদল করা হয়েছে। একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে। এছাড়া একজন যুগ্ম সচিবকে ওএসডি করা হয়েছে। সোমবার (৬ই নবেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জারি করা আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এনামুল হাবীবকে অতিরিক্ত সচিব হিসাবে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমীন তালুকদারকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে। পৃথক আদেশে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে মিনিস্টার হিসাবে সদ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগপ্রাপ্ত যুগ্ম সচিব আয়েশা হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত মোঃ তমিজুল ইসলামকে খানকে যুগ্ম সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগে এবং ওএসডি যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সরকারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এছারাও পৃথক আরেকটি আদেশে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোঃ সোহেল ইমাম খানকে ওএসডি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা আদেশে।
Sue- Jgntr/BJ
You cannot copy content of this page