দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখান উপজেলা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম নবী নবু।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি পদে গোলাম নবী নবুকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়। পরে তাকে উপজেলা সমবায় কার্যালয় সমবায় কর্মকর্তা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কমিটিতে চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসেন ওমিকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। অন্য সদস্যারা হলেন মোঃ শাহীন, খোরশেদ আলম, শাহবুদ্দিন ভুইয়া, মহিউদ্দিন, হোসেনেয়ারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আব্দুল হাদী, ভোলা সমবায় অফিসের পরিদর্শক ওমর ফারুক, দৌলখান সমবায় অফিসের সহঃ পরিদর্শক মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।
You cannot copy content of this page