মোঃ আরিয়ান আরিফ।।
ঢাকায় যুব সমাবেশে যোগ দিতে গিয়ে আটক ভোলার ছয় নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলা জেলা যুবদল। বুধবার ( ১৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে এ মিছিল বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীনাথ রায়ের বাজার চত্বরে এসে সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা মাকসুদুর রহমান মাসুদ, খলিল, আজাদ সহ সব রাজবন্দির মুক্তি ও এ সরকারের পদত্যাগ সহ অতিউৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তি দাবি জানান।
সমাবেশে বিএনপি নেতাকর্মীরা বলেন, বিএনপির সমাবেশের কথা শুনে এবং নেতাকর্মীদের ঢাকায় আগমন দেখে এ সরকার ভীত হয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে। যতই গ্রেফতার, হামলা ও মামলা করা হোক বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না। যেকোনো মূল্যে এ সরকারের পতন ঘটানো হবে। ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন সহ অন্য নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি না দিলে ভোলায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, বশির হাওলাদার, যুবদল নেতা জিয়াউর রহমান পলাশ, বিল্লাল হোসেন, আব্দুর লতিফ টিটু, মোশারেফ বাহার, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্নাসহ আরও অনেকে।
উল্লেখ্য, চলমান আন্দোলন ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর ঢাকার পল্টনে যুব সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা মাকসুদুর রহমান মাসুদ, খলিল, আজাদ নেতাকে আটক করে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
You cannot copy content of this page