ভোলা জার্নাল রিপোর্ট ||
আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের সাথে নৌবাহিনীর কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ১০.০০ টায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সাথে নৌবাহিনীর কর্মকর্তাদের এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহিদুজ্জামান বিপিএম, ভোলা জেলা পুলিশ সুপার। এসময় নৌবাহিনী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন এম শরিফুল হক খান।
ভোলা জেলা প্রশাসনের সাথে নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। এসময় ভোলা জেলা রিটার্নিং অফিসার সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page