সড়ক দুর্ঘটনায় ভোলা সদর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো: আশিকুল ইসলাম রাকিব এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ভোলা পৌর শাখার নেতৃবৃন্দরা।
বুধবার (২০ নবেম্বর) ভোলা পৌর ছাত্রদলের রাকিবের অকাল মৃত্যুতে দূঃখ প্রকাশ করে লিখিত বার্তায় গভীর শোক জানান, ভোলা পৌর শাখা ছাত্র সমাজের আহবায়ক মো: রুবেল, সদস্য সচিব- জাকারিয়া আহমেদ সাজিদ ও যুগ্ন-আহবায়ক আল-আমিন।
শোকবার্তা বলা হয়, একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন রাকিব। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন পৌর শাখা ছাত্র সমাজের নেতৃবৃন্দরা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনটির নেতাকর্মীরা।
উল্লেখ্য, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো: আশিকুল ইসলাম রাকিব। পরে আজ বুধবার ২০ নবেম্বর সকালে ভোলায় তার নিজ বাড়িতে সকাল ১০ টায় জানাজা সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
You cannot copy content of this page