নিজস্ব প্রতিবেদক।।
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতের দায়িত্বশীল লোকেরা আঙ্গুল ফুলে বটগাছে পরিনত হয়েছে। প্রত্যেকটা সরকারী অফিস দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। দ্রব্যমূল্য আজকে আকাশসীমা ছাড়িয়ে গেছে। গরীব-দুঃখী-মেহনতী মানুষ আজকে ধ্বংসের মুখোমুখি হচ্ছে। সেন্ট মার্টিনের ব্যাপারে সরকার চুপ করে আছে। শিক্ষা ও সংস্কৃতির নামে অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হয়েছে। ইতিহাস বইয়ে ভুল ইতিহাস শিক্ষা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল অশ্বডিম্বে পরিনত হয়েছে। তিস্তার পানির ন্যায্যা হিস্যার ব্যাপারে কোন কথা নেই। ৫৪টি অভিন্ন নদীর পানির অধিকার থেকে আমরা বঞ্চিত। সীমান্ত হত্যার ব্যাপারে কোন আলোচনা নেই।
ভারতের সঙ্গে বাংলাদেশের অবৈধ রেল ট্রানজিটসহ এই চুক্তিকে কালো চুক্তি হিসেবে অভিহিত করে তিনি আরো বলেন, ভারতের সাথে অবৈধ চুক্তি জনগণ মানবে না, তাই অতিদ্রুত এই চুক্তি প্রত্যাহারের দাবী জানাচ্ছি। ইসলামী আন্দোলন ভোলা সদর থানার ব্যবস্থাপনায় শহরের বাংলা স্কুল মাঠে বিকাল ৩টায় “নবীন সম্মেলন” অনুষ্ঠানে হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রব এর সভাপতিত্বে এবং মাওলানা মুফতি ইমরান হোসাইন এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, চুক্তির নামে ভারতকে ট্রানজিট দেওয়ার ষড়যন্ত্র দেশবাসী মেনে নিবে না। ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক জনতা প্রতিহত করবে। ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি অধ্যক্ষ কাজী আবদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ আবু জাফর সহ ভোলা সদর থানার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page