ভোলা জার্নাল রিপোর্ট।।
আজ দুপুরে ভোলায় আসছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। জানা যায়, আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগ করে পালানোর পরে এই প্রথম নিজ ভূমিতে সফর করবেন ভোলা-১ এর সাবেক সংসদ সদস্য বিজেপি চেয়ারম্যান- পার্থ। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গত ১৬ বছর পর্যন্ত যেসকল মানুষগুলো বাংলাদেশের সংসদ এবং সংসদের বাইরে সবচেয়ে বেশি প্রতিবাদ ও সংগ্রাম করেছিলেন তার মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অন্যতম এবং উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি ।
সর্বশেষ কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে থেকে আওয়ামী ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় পূর্বের ন্যায় এবারেও তাকে জেলে যেতে হয়েছে। হাসিনা সরকার পতনের পরে কারাগার থেকে মুক্তি পান। দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ এবং জাতীয় রাজনীতিতে ব্যাস্ত থাকায় নিজ জেলা ভোলায় আসতে দেড়ি হলেও আজ সকালে ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশে রওনা দিবেন বলে ভোলা জার্নাল’কে নিশ্চিত করেছেন আন্দালিব পার্থ’র রাজনৈতিক সচিব জুয়েল আসিফ।
বিজেপি চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন বিজেপি ভোলা জেলা শাখার সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, ভোলায় অবস্থানকালে তিনি সকল দল এবং সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত সহ তার দলীয় নেতাকর্মীদের সাথে পৃথক সভায় অংশগ্রহণ করবেন।
You cannot copy content of this page