ভোলা জার্নাল ডেস্ক রিপোর্ট ||
ডিএমপির আনুষ্ঠানিক অনুমতি না পাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট এবং বিএনপিকে নয়াপল্টন ছেড়ে যেতে বলেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, আমরা সবকিছু বিবেচনা করছি। সমাবেশে অনুমতি দেওয়ার বিষয়ে আজ রাতেই হয়তো সিদ্ধান্ত দেবেন পুলিশ কমিশনার।
এখন পযনত অনুমতি না মিললেও নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, পাশাপাশি আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরি করছে, এ বিষয়ে দৃষ্টি আর্কষণ করা হলে অতিরিক্ত কমিশনার মহিদ বলেন, অনুমতি না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের সরে যেতে হবে, মঞ্চ তৈরিতেও না করা হয়েছে। তিনি বলেন, সবার সহযোগিতা চাচ্ছি আমরা।
অন্যদিকে বিকেল থেকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের উল্টো পাশে সড়ক বন্ধ থাকলেও সন্ধ্যা ৭টার দিকে পুনরায় যান চলাচল করতে খুলে দেওয়া হয়েছে।
Sue- K/B/24/N/J
You cannot copy content of this page