সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

অবৈধ দখল, চাঁদাবাজি, মাদক, কিশোর’গ্যাং সহ যেকোন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- ভোলার নবাগত পুলিশ সুপার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত

ইসমাইল হোসেন আরিফ।। 

ভোলা জেলায় চাঁদাবাজি, মাদক’সহ কোন অপরাধমূলক কর্মকান্ড করতে দেওয়া হবেনা। সবার সহযোগিতা ও প্রচেষ্টায় সকল বেআইনি কর্মকান্ড এবং অপরাধ নির্মূলে পুলিশ শতভাগ চেষ্টা করবে বলে জানিয়েছে ভোলা জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়’কালে এসব কথা বলেন তিনি। এছাড়াও জমি দখল, কিশোর গ্যাং, জিনের বাদশাহর প্রতারণার সহ নানা অনিয়ম-অপরাধের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ সুপার শরীফুল হক বলেন, পুলিশ সুপার হিসেবে যতটুকু ক্ষমতা আছে। ভোলাকে শান্তিপূর্ণ রাখতে সবটুকু ব্যবহার করা হবে আমার সাইড থেকে। দ্বীপ জেলা ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভাল হওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, নতুন পরিকল্পনায় ও আপনাদের পরামর্শে এ জেলার সকল অপরাধ দমন করা হবে। আমরা এই মূহুর্তে কারো চাপে নেই বলে তিনি বলেন, অতীতে রাজনীতিক সরকার ছিল, তারা পুরোটাই নিয়ন্ত্রণ করেছে তবে এখন পুলিশ চাপমুক্ত।

পুলিশ সুপার বলেন, ভোলায় মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। এর সাথে যারাই জড়িত থাকবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি চলবে না, চরদখল, অন্যের জমির ধান কেটে নেওয়া এ প্রথা বন্ধ করে দেওয়া হবে। সড়কে ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে ও সঠিক ব্যবস্থা নেয়া হবে। থানা পুলিশকে আরো গতিশীল করে, আমাদের সকল কার্যক্রম আগের তুলনায় বেশি কার্যকর করা হবে জানিয়ে তিনি বলেন, থানায় কোন দালাল থাকবে না। সরাসরি ভুক্তভোগীরা এসে আইনি সহযোগিতা নিতে পাবে। এছাড়াও কোন পুলিশ সদস্যোর যদি মাদকের সাথে জড়িত থাকা বা কোন বেআইনি কাজ করে তবে আমাকে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন, তরিৎ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের বন্ধু হবে সেই লক্ষ্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। এসময় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও নাগরিক সমাজসহ সবার সহযোগিতা চান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর সার্কেল রিপন সরকার, ডিআইও-১ মীর খায়রুল কবিরসহ ভোলায় কর্মরত সকল ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও পেশাদার অনলাইন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page